খুব স্বস্তায় পানি সরবরাহ করা হয়

দেখে শুনে পানি পান করুন,স্বস্তায় পাওয়া জারের পানি বর্জন করুন

আমরা বিভিন্ন সময়ে বাড়ীর বাইরে থাকা কালীন সময়, চায়ের দোকান, খাবারের দোকান, ছোট খাটো বেকারী, কিংবা রেষ্টুরেন্টের পানি পান করি।

কিন্তু পানি পান করার আগে কি কখনো ভেবে দেখি কিসের পানি পান করছি?

চায়ের দোকান থেকে শুরু করে রেষ্টুরেন্টে খুব বেশি জারের পানি চলে ।

এখন পর্যন্ত কোন জারের পানি গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

জারের পানি বিশোধনের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি বহু আগে পরিত্যক্ত হয়েছে।

এখানে কোন প্রকার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়না। খুব স্বস্তায় পানি সরবরাহ করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে ট্যাপের পানিতে ফিটকিরি মিশিয়ে বিশোধনের চেষ্টা করা হয়।

এ পানিগুলিতে ব্যাপক মাত্রায় ক্লোরিণ, ই-কলাই ভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

তাছাড়া এ পানিতে তেজস্ক্রিয় উপাদানের মাত্রা মানব দেহে সহনশীল মাত্রার চেয়ে অনেক বেশি। এ উপাদানগুলি মানুষের শরীরের দূরারোগ্য ক্যান্সারের মতো জটিল রোগ সৃষ্টি করে।

 

পরীক্ষা করে দেখা গেছে যে এসব পানিতে টিডিএস এর মাত্রা অনেক বেশি। টিডিএস সরাসরি মানুষের শরীরের ক্যান্সারের জীবানু সরবরাহ করে।

 

ফলে তৃষ্ণা নিবারণের নামে এ জাতীয় বিষাক্ত পানি পান থেকে বিরত থাকুন। পানির অপর নাম জীবন। কিন্তু বিষাক্ত পানির অপর নাম মরণ। বিশুদ্ধ পানি পান করুন, আপনার নিজের ও পরিবারের সকলের স্বাস্থ্য রক্ষা করুন।

এখানে কোন প্রকার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়না।

ETP Plant in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.